Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ভোটার স্থানান্তরের জন্য https://services.nidw.gov.bd
Details

ভোটার স্থানান্তরের প্রয়োজনীয় কাগজপত্র

1। ভোটার স্থানান্তরের জন্য https://services.nidw.gov.bd

    ঠিকানা থেকে স্থানান্তর ফরম-১৩ ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় প্রিন্ট

    করুন।

2। প্রিন্টকৃত ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় শনাক্তকারীর ক্রমিকে সংশ্লিষ্ট

    জনপ্রতিনিধির এনআইডি নাম্বার ও সিলসহ স্বাক্ষর নিশ্চিত করুন।

3। সংশ্লিষ্ট ব্যক্তি নিজে স্ব-শরীরে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচন

     অফিসে আবেদন জমা দিতে হবে।

4। ফরম-১৩ এর ক্রমিক ৫ এ মোবাইল নম্বরের কলামটি অবশ্যই

    পূরণ করতে হবে।

5। পিতা- মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

6। ভাই-বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

7। চাচা/ফুফু/দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

8। স্বামী/ স্ত্রীর এনআইডির ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

9। বিবাহের কাবিননামা (প্রযোজ্য ক্ষেত্রে)

10। জমির দলিল/ মাঠপর্চা (প্রযোজ্য ক্ষেত্রে)

11। নাগরিকত্ব সনদ

12। স্মারক নম্বরসহ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র 

13। বিদ্যুৎ বিলের কপি (নিজ নামীয়), অন্যান্য ব্যক্তির নামে বিলের

      কপির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি কপি (সম্পর্ক উল্লেখসহ)

14। ইউনিয়ন ট্যাক্সের রশীদ            

Attachments
Publish Date
06/10/2024
Archieve Date
31/01/2025